• ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় ছাত্রীকে পা ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ, পুলিশের জালে ৩ ‘রোমিও’
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৫
  • টিউশন পড়ে ফেরার সময়ে মাধ্যমিক পরীক্ষার্থীর থেকে ফোন নম্বর চায় ৩ যুবক। কিন্তু ছাত্রী নম্বর না দেওয়ায় তাকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ছাত্রীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ১ নম্বর ব্লকের বেলিয়াঘাটা এলাকায়। ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঠিক কী অভিযোগ উঠেছে?

    বেলিয়াঘাটার দশম শ্রেণীর ছাত্রীর অভিযোগ, কয়েকদিন আগে তিনি টিউশন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এলাকার ৩ যুবক তার পথ আটকায়। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন আরও ২ ছাত্রী এবং ৩ ছাত্র। ওই ৩ যুবক তাঁর থেকে ফোন নম্বর চেয়েছিল। তা দিতে রাজি না হওয়ায় ছাত্রীকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে তারা। ছাত্রীকে বিপদে পড়তে দেখে এগিয়ে গিয়েছিলেন এক সহপাঠী। তাঁকেও মারধর করার অভিযোগ উঠেছে।

    দশম শ্রেণির ওই ছাত্রী জানান, তাঁর পা ধরে ক্ষমা চাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর পরিবার দাসপুর থানায় ৩ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই অশোক ভুঁইয়া, দেবাশিস মণ্ডল এবং বিজয় বেরা নামে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)