আজকাল ওয়েবডেস্ক: ফের সংবাদ শিরোনামে মালদা। তৃণমূল নেতা খুন, মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগের পর এবার স্থানীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চলল পরপর গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটির ভিডিও। এলাকার ভলিবল টুর্নামেন্টে এরকম শূন্যে গুলি চালানো হল কীভাবে তা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নুরপুর এলাকায়। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, নুরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নুরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়।
যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের শুরুতে মাঠের মাঝে কয়েকজন যুবক দাঁড়িয়ে শূন্যে পরপর গুলি চালাচ্ছেন। আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই, আগ্নেয়াস্ত্র সহ গুলি নিজেদের হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সাবিত্রী মিত্রের জামাই তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল, নুরপুর অঞ্চল সভাপতি ফাইয়াজ আহমেদ খান সহ একাধিক তৃণমূল নেতা এবং মানিকচক থানার একাধিক পুলিশকর্মী।