আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিতে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের ছেলে সুমন্ত ঘোষ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় ১২ টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে বিশ্বকাপ জয় করেছেন তিনি। সুমন্তের এই সাফল্যে বিশেষভাবে উচ্ছ্বসিত তাঁর পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরাও। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ছোট্ট গ্রাম শাবলপুর। সেখানেই জন্ম বিশ্বকাপজয়ী সুমন্তর।
বিশ্বকাপ হাতে নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি যোগা করতাম। কিন্তু কোনওদিন ভাবিনি বিশ্বকাপ জিতব। গত দেড় বছর হাওড়ার বাগনানের প্রদীপ ভুঁইয়া স্যারের কাছে অনুশীলন শুরু করি। আমার যা সাফল্য তাঁর পুরোটাই স্যারের অবদান’। রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে সুমন্তর বক্তব্য, ‘আমি আমার জেলা তথা রাজ্যবাসীকে জানাতে চাই যোগাভ্যাসের উপকারিতা কতটা। শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে যোগাভ্যাস করা খুবই জরুরি। তাই সকলকেই বলব প্রতিদিন যোগ ব্যায়াম করতে’। তবে শুধু পরিবার নয়, সুমন্তর কৃতিত্বে খুশি বড়ঞার প্রশাসনিক আধিকারিকরাও।
যেভাবে সুমন্ত বিশ্বের বিভিন্ন দেশকে পেছনে ফেলে ভারতবর্ষকে যোগাসন বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রথম স্থানে নিয়ে গেছে তার জন্য গর্বিত সকলেই। ইতিমধ্যেই প্রশাসনের একাধিক আধিকারিক তাঁর সঙ্গে দেখা করে আগামীদিনে প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুমন্তের কাকা বংশী কুমার ঘোষ জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই সুমন্তের যোগার প্রতি ঝোঁক ছিল। তবে আমরা কোনওদিন ভাবতেই পারিনি যে ওকে বিশ্বকাপ হাতে দেখতে পাব। গ্রামের প্রায় ৫০০ জন মানুষ সুমন্তকে সংবর্ধনা দিয়ে গেছেন। বাড়ির ছেলের এই সাফল্যে আমরা সকলেই উচ্ছ্বসিত’।