• মালদায় ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত দুই পাচারকারী
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মালদায় ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চলায় পুলিশ। সেখান থেকেই ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবদুর রহিম এবং রহিম শেখ। ধৃতদের বাড়ি চকদেওনাপুর এলাকায়। 

    প্রসঙ্গত, এই এলাকা থেকে ভারত–বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। বৃহস্পতিবার রাতে চকদেওনাপুর স্ট্যান্ডের কাছেই ওই দু’‌জন জাল নোটগুলি নিয়ে জড়ো হয়েছিল। গাড়ি করে তাদের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। হাতেনাতে দু’‌জনকে জাল নোট সহ গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ।

    প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মালদায় জালনোট উদ্ধার হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলি থেকেই জালনোট উদ্ধার হচ্ছে। 

     
  • Link to this news (আজকাল)