• দূর থেকে দেখলেই তেড়ে আসছে, দাপিয়ে বেড়াচ্ছে দুটি বাইসন,আতঙ্কিত এলাকাবাসী...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকাই এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা গেল দুটি বাইসনকে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা (২) ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারী গ্রামে। পরে খবর দেওয়া হয় মাথাভাঙা রেঞ্জের বনকর্মীদের। ঘটনাস্থলে আসে বনকর্মী ও পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।  

    জানা গিয়েছে, শুক্রবার সকালে স্থানীয়রা ওই বাইসন দুটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ভিড় জমাতে শুরু করেন। পরে ওই দুটি বাইসনকে আবার দেখা যায় ফালাকাটা ব্লকের গুদমটারি এলাকায়। দাবানলের মতো বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা। এছাড়াও ঘটনাস্থলে আসে পুলিশ।  বনকর্মীরা ওই দুটি বাইসনকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন।

    পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাইসন থেকে যাতে লোকজন দূরত্ব বজায় রাখেন সেবিষয়ে প্রথমে স্থানীয় মানুষকে সচেতন করার কাজ  শুরু হয়। শেষপর্যন্ত দুই বাইসনকে  জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)