• কোলাঘাটে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় ১৪ মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের উত্তর জিঞাদার স্বর্ণব্যবসায়ী সমীর পড়িয়া খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল জেলা পুলিশের এক তদন্তকারী দল। জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম গোরা শাহ। প্রায় ১৪ মাস পর পুলিশের জালে ধরা পড়েছে খুনের ঘটনার মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার হেঁড়িয়া এলাকা থেকে ঘটনার মূল পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মারিশদা থানা এলাকার মারিদাতেই বাড়ি অভিযুক্তের।

    সেখান থেকেই তাকে পাকড়াও করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত পৌনে ন’টা নাগাদ সমীর পড়িয়া নামে ওই স্বর্ণব্যবসায়ী ১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তাতেই দুষ্কৃতীদের একটি দল গুলি করে নৃশংসভাবে খুন করে সমীরকে। তাঁর কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আমনতার নিরাপত্তার দাবিতে ‘নাগরিক সুরক্ষা কমিটি’ গড়ে পথে নামেন।

    একাধিকবার জেলাশাসক, পুলিশ সুপার এবং কোলাঘাটের বিডিওকে বিক্ষোভ-ডেপুটেশনও জমা দেওয়া হয়। ঘটনার কয়েকদিন পর হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে। এর বেশ কয়েক মাস পর বাগনান থেকে শেখ রাজু নামে আরও এক ব্যক্তি আটক হয় পুলিশের হাতে। এবার গ্রেপ্তার ঘটনার মূল অভিযুক্ত। কোলাঘাট থানার ওসি রাজকুমার কুণ্ডু বলেন, ‘মূলত ছিনতাই করার জন্যই খুন করা হয়েছিল। জেরায় সে কথা স্বীকার করেছে অভিযুক্ত। অভিযুক্তের থেকে প্রায় দু’লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)