শুক্রবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল যাত্রীবাহী অ্যাপ ক্যাব। গাড়ি ঢালাই কারখানা পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। পিছন থেকে ধাক্কা মারে বালি বোঝাই লরি। লরির গতিবেগ এতটাই ছিল যে, দেশলাইয়ের বক্সের মতো দুমড়ে-মুচড়ে যায় অ্যাপক্যাবটি। শীতের সকালে বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়েরা।
তারপর তাঁরাই আহতদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লরি-সহ আটক করা হয় চালককে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি লরিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।