• তিনতলার ছাড়পত্রে পাঁচতলা বহুতল! নবান্নের নাকের ডগাতেই হেলে পড়ল বিল্ডিং...
    ২৪ ঘন্টা | ২৪ জানুয়ারি ২০২৫
  • দেবব্রত ঘোষ: রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হেলে পড়েছে বহুতল। নবান্ন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে শরৎ চ্যাটার্জি রোডে একটি বিল্ডিং হেলে পড়েছে। বহুতল হেলে পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে হাওড়া পুরসভা। প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নির্দেশে পুরসভার বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। সঙ্গে ছিল চ্যাটার্জি হাট থানার পুলিস। পরিদর্শনের পর ইঞ্জিনিয়ররা জানান, বহুতল দুটির জি প্লাস টু স্যাংশন রয়েছে। বাকি দুটো ফ্লোর বেআইনি। 

    সুজয় চক্রবর্তী জানিয়েছেন, বহুতল দুটি তৈরি হয়েছে ২০১৭-১৮ সালে। একটির ওপর অন্যটি হেলে রয়েছে। বাসিন্দারা এই অবস্থাতেই থাকেন। বহুতল দুটির স্ট্রাকচারাল কন্ডিশন কী অবস্থায় আছে, তা পরীক্ষা করে দেখা হবে। এছাড়া ইঞ্জিনিয়ারদের থেকে রিপোর্টও নেওয়া হবে। তারপর পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু বহুতল দুটিতে বাসিন্দারা থাকেন, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনি পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু মানুষের সুরক্ষার বিষয় রয়েছে, তাই পুলিস আলাদা করে তদন্ত করছে। 

    অন্যদিকে ৪৫ নম্বর ওয়ার্ডে বি গার্ডেন এলাকাতেও একটি বহুতল হেলে থাকার ছবি ধরা পড়ে। সেখানেও পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে পরিদর্শন করে রিপোর্ট জমা দেবেন। প্রসঙ্গত এর আগে শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়ে। গতকাল বিধাননগরেও হেলে পড়ে একটি বিল্ডিং। তার আগে বাঘাযতীন, কামারহাটি ও ট্যাংরায় বিল্ডিং হেলে পড়ে। গতকাল বিধাননগরে ফের গোটা বিল্ডিং হেলে পড়ল। 

    বিধাননগর পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলে একটি বিল্ডিং হেলে পড়েৃ। শহর কলকাতায় একের পর এক বিল্ডিং  হেলে পড়ার খবর সম্প্রচার হতেই নারায়ণপুরের এই বিল্ডিংয়ে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বিধাননগরের ক্ষেত্রে গোটা বিল্ডিংটাই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।

  • Link to this news (২৪ ঘন্টা)