অয়ন শর্মা: এর আগে ৪৪টি ওষুধ, নিম্নমানের বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানালো হল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির তরফ থেকে। এর পাশাপাশি রাজ্যের টেস্টিং ক্লাবের তরফ থেকে ৮৪ টি ওষুধকে, নিম্নমানের বলে (NOT STANADARD QUALITY) জানানো হয়েছে। আর এই নিম্নমানের ওষুধ গুলির মধ্যে রয়েছে- গ্যাস, প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক, প্রসূতি, স্নায়ু, বদহজম, ডায়ারিয়া চিকিৎসকার জন্য জরুরি ওষুধ।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সম্প্রতি বলা হয়, প্রায় ৪৪ রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এসব ওষুধ শরীরে গেলে, রোগীদের কোনও উপকারই হবে না। যার মধ্যে তালিকায় ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওজোমেট পিজি-2, আলসারের চিকিৎসার জন্য ব্যবহৃত সুক্রালপেট ইউএসপি, গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত অ্য়াসপিরিন-সহ একাধিক ওষুধের নাম রয়েছে ৷ ওষুধগুলির কারখানা রয়েছে হিমাচল প্রদেশ, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও গুজরাতে ৷