ভারতে গা ঢাকা দেওয়ার চেষ্টা! শিলিগুড়িতে বসে নাশকতার নীল নকশা? গ্রেপ্তার বাংলাদেশি
প্রতিদিন | ২৪ জানুয়ারি ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফের গ্রেপ্তার এক বাংলাদেশি। এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জালে অনুপ্রবেশকারী। ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি-সহ এক ভারতীয়। পলাতক আরও এক। ধৃত বাংলাদেশি ভারতে গা ঢাকা দেওয়ার জন্য এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। কোনও নাশকতার ছক ছিল কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি আতাউর রহমান বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। সে বিপুল অধিকারী নামে হলদিবাড়ির এক বাসিন্দার সাহায্যে ভারতে প্রবেশ করে। হলদিবাড়িতেই ছিলেন তিনি। কালিয়াগঞ্জের বাসিন্দা আতাউরের আত্মীয় ফিরদৌস আলম তাকে আনতে হলদিবাড়ি যায়। বিপুলের পর আতাউরের দায়িত্ব ছিল ফিরদৌসের উপরই। সেই মতো বৃহস্পতিবার সকালে হলদিবাড়ির মানিকগঞ্জ থেকে দুজনে একটি চারচাকা গাড়ি ভাড়া করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার জন্য রওনা দেয়।
বৃহস্পতিবার বিকেলে গাড়িটি ফুলবাড়ির দিঘির কাছে আসতেই পুলিশ তাঁদের আটক করে। ফিরদৌস ও আতাউরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। বিপুল আগেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।
কেন বাংলাদেশ থেকে ভারতে এসেছে আতাউর? কোন সীমান্ত পার করেছে সে। ভারতের মাটিকে ব্যবহার করে কোনও নাশকতার ছক ছিল কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।