• বর্ধমানে এক সপ্তাহে উদ্ধার কোটি টাকার বেশি গাঁজা, ফের সক্রিয় পাচারচক্র?
    প্রতিদিন | ২৪ জানুয়ারি ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে করে ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছিল বলে খবর। এর আগে বুধবার গভীর রাতে আউশগ্রামে ৮১ কেজি গাঁজা পাচারের সময় আটক হয়েছিল। পুলিশর অনুমান, জেলার  মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে গাঁজা পাচারের চেষ্টা চলছে। একটি চক্র কাজ করছে এর পিছনে।

    বৃহস্পতিবার রাতে মেমারি থানার পুলিশের কাছে গোপন সূত্রে ওই খবর আসে। এলাকার রাইবাড়ি মোড় এলাকায় শুরু হয় নাকাতল্লাশি। গভীর রাতে একটি চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। দ্রুত সেই গাড়ি আটকানো হয়। গাড়ির ভিতরে থাকা দুই সওয়ারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের জেরায় তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

    এরপর গাড়ি তল্লাশি করতেই একাধিক প্যাকেট বেরিয়ে পড়ে। ওই প্যাকেট করেই বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছিল। ধৃতদের গ্রেপ্তার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ধৃতদের নাম কালাম শেখ, মুর্শিদাবাদের বাসিন্দা। অন্যজন দীপায়ন মজুমদার মধ্য কলকাতার বাসিন্দা। উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ গাঁজার বাজারমূল্য ৪৫ লক্ষ টাকার কাছাকাছি। ধৃতদের আজ শুক্রবার আদালতে তোলা হত। তাঁদের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

    বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমানেই আউশগ্রাম এলাকা দিয়ে একইভাবে গাঁজা পাচার হচ্ছিল। ১১ মাইল জঙ্গল এলাকায় দুটি গাড়িতে করে ৮১ কেজি গাঁজা পাচার হচ্ছিল। ঘটনায় ছয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসেই বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হয়। বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। কোটি টাকার বেশি গাঁজা এখন অবধি উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশের অনুমান, শীতের রাতে বাইরের একাধিক জায়গা থেকে জেলার মধ্যে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা চলছে। একটা বড় চক্র কাজ করছে এক্ষেত্রে। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারই সন্ধান করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)