• নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রথমবার পুরোদমে হল ট্রায়াল রান! নজির হবে এশিয়ায়
    হিন্দুস্তান টাইমস | ২৪ জানুয়ারি ২০২৫
  • প্রথমবার পুরোদমে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশনের মধ্যে ট্রায়াল রান হয়েছে। যে ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেজন্যই শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশনের মধ্যে ট্রায়াল রান চালানো হয়েছে। খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন পরিকাঠামো ও সুযোগ-সুবিধা। 

    শুক্রবার বেলা ১২ টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি রেক রওনা দেয়। পুরো ট্রায়ার রানের সময় মোটরম্যানের কেবিনে ছিলেন মেট্রো রেলের জেনারেল পি উদয়কুমার রেড্ডি। নোয়াপাড়ার পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্টে দাঁড়ায় মেট্রো। সেই স্টেশন পরিদর্শন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। শেষপর্যন্ত বেলা ১২ টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছায় মেট্রো।

    ফিরতি পথে দুপুর ১ টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে মেট্রো ছাড়ে। যা দুপুর ২ টো ২১ মিনিটে পৌঁছায়।

    ১) নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন। 

    ২) এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)