• মেদিনীপুর মেডিক্যালের ৭ জুনিয়র ডাক্তারের সাসপেনশন তুলে নেওয়ার ভাবনা রাজ্যের
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজের সাত জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহারের ভাবনা স্বাস্থ্য দপ্তরের। প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই সাত জন জুনিয়র ডাক্তার-সহ মোট ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে বলেই সূত্রের খবর।

    জুনিয়র ডাক্তাররা শুরু থেকেই দাবি করেছিলেন, ‘আরএমও-র উপস্থিতিতে আমরা নিজেদের দায়িত্ব পালন করেছি মাত্র। ময়নাতদন্তে কোথাও প্রমাণিত হয়নি, ভুল অস্ত্রোপচার বা সিজ়ার করা হয়েছে। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়া হোক তথা শাস্তি প্রত্যাহার করা হোক।’ সাসপেনশন অর্ডার আসার পরেই অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়ে মঙ্গলবার, ২১ জানুয়ারি রাতে নিজেদের অবস্থান বিক্ষোভ ও আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা।

    শুক্রবার জুনিয়র চিকিৎসক বা পিজিটিদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন IMA-র মেদিনীপুর শাখার সভাপতি ও সম্পাদক কৃপাসিন্ধু গাঁতাইত ও তারাপদ ঘোষ।

    জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল কমিশনের চেয়ারম্যান সৌরভ দত্তের সঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কথা হয়েছে। চিকিৎসক সৌরভ দত্ত ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন—কোনও নির্দোষ ব্যক্তি যাতে শাস্তি না পান সেটা দেখছেন তিনি।’

    অন্য দিকে সিআইডি সূত্রে খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের দুই সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পাল ও হিমাদ্রি নায়েককে শুক্রবার দুপুরে ভাবনীভবনে তলব করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন তাঁদের ডিউটি ছিল কি না? থাকলে নিজেদের ডিউটি পালন করেছেন কি না? না করলে, কেন করেননি? ওই সময় কোনও বেসরকারি হাসপাতালে ডিউটি করেছিলেন কি না? এই সমস্ত বিষয়ই সিআইডি জানার চেষ্টা করছে বলে সূত্রের খবর। অভিযোগ, ঘটনার দিন দিলীপ কুমার পাল ও হিমাদ্রি নায়েকের ডিউটি ছিল মাতৃমাতে তথা প্রসূতি বিভাগের ওটিতে।

  • Link to this news (এই সময়)