• আড়াই বছরের সন্তানকে মেরে আত্মহত্যার চেষ্টা মায়ের, হাড় হিম ঘটনা বর্ধমানে
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • আড়াই বছরের সন্তানের হাতের শিরা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। নিজেও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। চাঞ্চল্যকর ঘটনা বর্ধমানে। মৃত সন্তান বর্ষা হাজরা। শিশুর মা শ্রাবন্তী হাজরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা না কি রয়েছে অন্য কোনও রহস্য? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের ওলাই চণ্ডীতলা এলাকায় থাকে ওই পরিবার। ওই মহিলার স্বামী একটি ছাপাখানায় কাজ করেন। মহিলার স্বামীর দাবি, ঘটনার সময়ে পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন তিনি। তাঁর স্ত্রী নিজে এসেই খবর দেন, কন্যা সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। হতচকিত হয়ে আশেপাশের বাসিন্দাদের খবর দেন মহিলার স্বামী। দু’জনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। সঙ্কটজনক অবস্থায় শ্রাবন্তী হাজরা চিকিৎসাধীন রয়েছেন। 

    পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেটি খতিয়ে দেখছে পুলিশ। মহিলা এই কাণ্ড ঘটানোর সময়ে পাশের ঘরেই ছিলেন স্বামী। তিনি কেন কিছু টের পেলেন না? মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন না কি এর পেছনে অন্য কোনও কারণ আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওঁদের পরিবারে কোনও সাংসারিক ঝামেলা ছিল বলে তো শুনিনি। কোনওদিন অশান্তি হতেও দেখেনি। তার পরেও কেন এই কাণ্ড করল, বুঝতে পারছি না।’

  • Link to this news (এই সময়)