চুঁচুড়ায় উৎসবের মেজাজ, বাড়ি ফিরলেন খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় সুমন ...
আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন: শুক্রবার দিল্লি থেকে বাড়ি ফিরলেন খো খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় চুঁচুড়া মিলন পল্লীর সুমন বর্মন।
এ দিন বেলায় চুঁচুড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে নামার পর তাঁকে ফুল মালা বাজনায় বরণ করে নেন এলাকাবাসী। ফুল মালা দিয়ে সাজিয়ে টোটোতে সুমনকে নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এলাকার বাসিন্দারা। স্থানীয় যুবক বিশ্বকাপ জিতেছে, খুশি গোটা মিলনপল্লী, খুশি প্রতিবেশীরা।
হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত মিলন পল্লীর দিন মজুর রামদেব বর্মনের ছেলে সুমন। চরম অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে খেলা চালিয়ে গিয়েছেন সুমন। সকলেই আর্শীবাদে এবার হয়তো অভাব ঘুচবে। চাকরি হবে সুমনের। আশা বাংলার সোনার ছেলের।
খো খো বিশ্বকাপে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন সুমন। ভালো খেলেছেন। বাংলা থেকে ভারতীয় খো খো দলে একমাত্র প্রতিনিধি ছিল সে। চলতি জানুয়ারি মাসের ১৩ থেকে ১৯ পর্যন্ত দিল্লীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খোখো বিশ্বকাপের আসর। অংশগ্রহণ করেছিল পুরুষ বিভাগে ২০ দেশ এবং ১৯ দেশের মহিলা দল। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। অংশগ্রহণকারী বিভিন্ন দেশকে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ জয় করে।