• প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় তিনটি বাঙ্কারের সন্ধান পেল বিএসএফ, ভিতরে উঁকি দিতেই চক্ষু স্থির ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি বাঙ্কারের খোঁজ পেল বিএসএফ। নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে এই বাঙ্কারগুলির হদিশ পায়। এই বাঙ্কার উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে। মাজদিয়া সীমান্ত লাগোয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের এলাকায় হদিশ পাওয়া এই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। যা আন্তর্জাতিক চোরাচালানকারীরা লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক অনুমান।

    জানা গিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর ছিল, ভারত-বাংলাদেশ লাগোয়া একটি বাগানের মধ্যে গর্ত খুঁড়ে লোহা দিয়ে বাঙ্কার তৈরি করা হয়েছে। সেইমতো অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী।শেষপর্যন্ত কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহা বিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির নিচে লোহার তৈরি ওই বাঙ্কারগুলির সন্ধান মেলে। যার ভিতরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো হয়েছে কাশির সিরাপ। যা পাচারকারীরা বাংলাদেশে পাচার করা উদ্দেশ্যে জোগাড় করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি হওয়ায় পাচার করতে না পেরে মাটির তলায় ওই বাঙ্কারের ভিতরে ভরে রেখেছিল বলে প্রাথমিক অনুমান। জায়গাটি ঘিরে দিয়েছে বিএসএফ। বাগানের ভিতর আরও তল্লাশি চালাচ্ছে তারা।
  • Link to this news (আজকাল)