• ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, ফাঁকা বাড়িতে গৃহবধূর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার দাল্লুটোলা এলাকায়। শুক্রবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পঙ্কজ মন্ডল এবং সে মানিকচক থানায় সিভিক ভলান্টিয়ার। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, তিন মাস আগে ১৯ বছর বয়সী ওই মহিলার বিয়ে হয় মুর্শিদাবাদে। গত সপ্তাহে মানিকচকের বাপের বাড়িতে আসেন তিনি। দু'দিন পর পেট ব্যথা শুরু হয়। ব্যথা কমছিল না। এরপর একজনের পরামর্শে সমস্যা সমাধানে ঝাড়ফুঁক করানোর জন্য ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে যান ওই গৃহবধূ। সিভিক ভলান্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুঁক করেন। রাতে যখন গৃহবধূ গিয়েছিলেন তখন সিভিক ভলান্টিয়ারের বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন গৃহবধূ। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 

    ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। যদিও এদিন মালদা আদালতের তোলার সময় এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ওই সিভিক ভলান্টিয়ার। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল বলেন, 'সিভিক ভলান্টিয়ার খুন, ধর্ষণে জড়িয়ে পরছে। সাধারন মানুষের নিরাপত্তা কোথায়?'

    জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, 'এরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত। তাই যার নামে অভিযোগ তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির অভিযোগের কোনও গুরুত্ব নেই।'
  • Link to this news (আজকাল)