রণজয় সিংহ: উত্তরপ্রদেশের গো বলয়ে ছায়া এবার এ রাজ্য়ে। ভলিবল টুর্নামেন্টের সূচনা হল শূন্যে গুলি চালিয়ে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। তীব্র চাঞ্চল্য় এলাকায়। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস। কিন্তু কারা গুলি চালাল? এখনও পর্যন্ত আটক বা গ্রেফতারির কোনও খবর নেই।
ঘটনাটি ঠিক কী? গতকাল, বৃহস্পতিবার ছিল ২৩ জানুয়ারি। স্থানীয় সূত্রে খবর, মালদহের মানিকচকের নুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। নাম, 'টিপটপ ক্লাব'। অভিযোগ, শূন্য়ে গুলি চালিয়ে সেই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একটি লাইনে পর পর দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে গুলি ছোঁড়েন বেশ কয়েকজন যুবক। শুধু তাই নয়, গুলি চালানোর সময়ে রীতমতো হাততালি দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। সেই ঘটনার ভিডিয়ো-ই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে আসরে বিরোধীরা। এক্স হ্য়ান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, 'আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গ জুড়ে বোমা আগ্নেয়াস্ত্রের কত সফলভাবে ছড়িয়ে পড়েছে! যদিও বিখ্যাত শিল্পপতিরা ও রাজ্য থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন'।
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, 'এটা আইনত অপরাধ। এটা করা ঠিক হয়নি।আবেগবশত করে ফেলেছে। ডিএম, এসপি সাহেব যদি অনুমতি দেন, তাহলে এটা করা যেতে পারে। যদি অনুমতি দেন, আর না দিলে করা যায় না'। তাঁর দাবি, 'তৃণমূল উদ্যোক্তা নয়, ওটা ক্লাবের। তৃণমূলের কোনও খেলা নয়। বিধানসভাটা তৃণমূলের থেকে জিতেছি আমরা। পঞ্চায়েতও আমাদের। খেলাটা একটা ক্লাব করেছে। আগেয়াস্ত্র, কার্তুজ পুলিস বাজেয়াপ্তও করেছে। অনুমতি চাইতে হত, যদি পুলিস অনুমতি দিত, জেলাশাসক অনুমতি দিত। তাহলে একটা কথা ছিল'।