অয়ন ঘোষাল: আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। মঙ্গলবার আবার আরেক দফায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার হেরফের খুব একটা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাতে তাপমাত্রা কমতে পারে। তবে স্বাভাবিকের কাছাকাছি এলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস বলছে, শনিবার সকালেও ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের চার জেলা; মোট ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দু-এক জায়গায়।
দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশা থাকবে কলকাতা, নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলাতে।
ওদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে শনিবার সকালে। রবিবারেও ঘন কুয়াশার সতর্কতা জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।