• মুখ বাঁধা, হাতে আগ্নেয়াস্ত্র! আসানসোলে আইনমন্ত্রীর পর দুষ্কৃতীদের টার্গেট ব্যবসায়ী
    প্রতিদিন | ২৫ জানুয়ারি ২০২৫
  • শেখর চন্দ্র, আসানসোল: বুধবারের পর শুক্রবার। আসানসোল দক্ষিণ থানা এলাকায় ফের দুষ্কৃতী হানা। তবে এবার টার্গেট নর্থ হিলভিউ রোডের এক ব্যবসায়ী। আগ্নেয়াস্ত্র হাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। তবে বাড়ির সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করেন। বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা।

    নর্থ হিলভিউ এলাকা বেশ অভিজাত। ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুবীর বসু। শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে পড়ে সশস্ত্র ২ দুষ্কৃতী। মুখ বাঁধা অবস্থায় ছিল তারা। কেয়ারটেকারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির উপর তলায় পৌঁছয় দুষ্কৃতীরা। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন পরিবারের সদস্যরা। বাড়ির কর্তা তখন ছিলেন। ধস্তাধস্তি শুরু হয়। বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

    এর আগে গত বুধবার আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি লাগোয়া অফিসে এক যুবক ঢুকে পড়ে। হাতে ছিল থান ইট। ওই অফিসে থাকা টেবিলের কাচ ভেঙে দেয়। পুলিশের হাতেনাতে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তারও হয় সে। খোদ আইনমন্ত্রীর বাড়িতে অজানা যুবকের হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ পুলিশকর্মীকে ইতিমধ্যেই সরিয়েও দেওয়া হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্যবসায়ীর বাড়িতে আততায়ীর আনাগোনায় প্রশ্নের মুখে আসানসোল দক্ষিণ থানা পুলিশের ভূমিকা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)