• মাটি খুঁড়তেই বেরিয়ে এল বাঙ্কার, কী উদ্ধার হলো? হইচই নদিয়ায় 
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম মাজদিয়া। সেখানেই একটি বাগানের ভেতর মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ সকলের। মাটির তলা থেকে বেরিয়ে এল বাঙ্কার। বাঙ্কারের ভেতর থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। কে বা কারা ওই বাঙ্কার বানিয়েছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। 

    গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় অভিযান চালায় বিএসএফ। মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছেই একটি বাগানে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাহিনী। কিছুটা খুড়ঁতেই মাতিল তলা থেকে বেরিয়ে আসে বাঙ্কার। বাঙ্কারের ভেতর একাধিক পেটিতে সাজানো ছিল নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। 

    বাংলাদেশে পাচার করার জন্যেই এই নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে কে বা কারা ওই বাঙ্কার বানিয়েছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি। জায়গাটিকে ঘিরে রাখার ব্যবস্থা করেছে সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)