ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, যান চলাচল নিয়ে সতর্কতা পুলিসের
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অকাল বৃষ্টি। শীতের মরশুমে শুক্রবার এই প্রথম বৃষ্টি হল শিলিগুড়ি ও জলপাইগুড়িতে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের অবস্থাও একই। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি না হলেও দিনভর ঝিড়ঝিড়ে শিশির পড়েছে। যার জেরে ঠান্ডার দাপট আরও বেড়েছে পাহাড় ও সমতলে। এদিকে, কুয়াশার জেরে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পথ দুর্ঘটনা রুখতে যানবাহন চলাচল নিয়ে সতর্করতা জারি করেছে পুলিস ও প্রশাসন।
এবার শীতের মরশুমে বেশ কয়েকবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে বৃষ্টি হয়েছে। এদিনও পাহাড়ে বৃষ্টি হয়। তবে এই প্রথম এদিন শিলিগুড়িতে দিনভর বৃষ্টি হল। প্রতিবেশী জলপাইগুড়িতে ভোরে একপশলা বৃষ্টি হয়। দিনভর আকাশ ছিল মেঘলা। সূর্যের দেখাও মেলেনি। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। দুপুরের পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে কুয়াশার দাপট বাড়ে। কোচবিহার ও আলিপুরদুয়ারেও সূর্যের দেখা মেলেনি। সংশ্লিষ্ট জায়গাগুলিতে দিনভর ঠান্ডায় থরথর করে কেঁপেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, গোটা মরশুমে শীতের তেমন দাপট ছিল না। মাঘ মাসে শীত ব্যাটিং করছে। এখন হাঁড় কাঁপানো ঠান্ডা পড়েছে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, পশ্চিমীঝঞ্ঝার জেরে রবিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। এরপর আকাশ পরিষ্কার হবে। রাতের তাপমাত্রা কমবে। এদিকে, কুয়াশারার জেরে বাগডোগরা বিমানবন্দর থেকে বেশকিছু উড়ান দেরিতে ওঠানামা করেছে। বেশকিছু ট্রেনও ধীর গতিতে চলছে। সড়ক দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে রাস্তায় নেমে চালকদের সচেতন করছে পুলিস। শিলিগুড়িতে বিভিন্ন যান চালকদের গরম চা পান করানো হয়। সন্ধ্যায় জলপাইগুড়িতে কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়কে মাইকিং করে পুলিস। জেলার পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত জানান, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় গাড়ি চালানোর সময় নিরাপত্তা এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচি। - নিজস্ব চিত্র