নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া কলকাতায় এসে আগামী সোমবার রাজ্য খাদ্যদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এফসিআই, সিডব্লুসি প্রভৃতি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরাও শহরের একটি হোটেলে ওই বৈঠকে থাকবেন। রাজ্যের রেশন ব্যবস্থা পরিচালনা ও খাদ্যসামগ্রী সরবরাহ নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারের হয়ে চাষিদের কাছ থেকে ধান কিনে চাল তৈরির খরচ বাবদ রাজ্যের পাওনা ১২ হাজার কোটি টাকার বেশি। রাজ্য খাদ্যদপ্তর থেকে এই ব্যাপারে কেন্দ্রকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। বকেয়া টাকার প্রসঙ্গ এই বৈঠকে উঠতে পারে। ওপেন সেল স্কিমে কেন্দ্রীয় সরকার খোলাবাজারে এফসিআইয়ের মাধ্যমে টেন্ডার ডেকে গম বিক্রি করে। কিন্তু রাজ্য সরকার চাইলেও এখন এই ব্যবস্থায় গম কিনতে পারে না। তাই রাজ্য সরকারের নিজস্ব রেশন প্রকল্পের গ্রাহকরা বছর দুই ধরে গম বা আটা পাচ্ছেন না। কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আলাদাভাবে বৈঠক করবেন। সেখানে রেশন দোকান থেকে অন্যান্য পরিষেবা প্রদান ও খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।