• ইঁদুর বাড়ি ফেলে দেবে, অভিযোগ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • এই সময়: একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। এমনই পরিস্থিতি হয়েছে কলকাতা পুরসভার। শহর জুড়ে হেলা বাড়ি নিয়ে শোরগোলের মধ্যেই ইঁদুরের উপদ্রবে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কার কথা জানিয়ে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়রকে ফোন করেন শহরের এক নাগরিক।

    পুরসভা সূত্রে খবর, এই ঘটনার আগে শুক্রবার দুপুরে পুরসভার এক মেয়র পারিষদের ঘরেও ইঁদুরের উপদ্রব নিয়ে হইচই হয়। এই দিন শেক্সপিয়র সরণি লাগোয়া রডন স্ট্রিট এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় যে ধস নামে তাঁর নেপথ্যেও ইঁদুরের বড়সড় ভূমিকা থাকতে পারে বলেই দাবি পুরসভার সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারদের।

    শুক্রবার টালিগঞ্জের চারুচন্দ্র অ্যাভিনিউ থেকে ফোন করে শহরের এক বাসিন্দা মেয়রকে জানান, তাঁর বাড়ির পাশে গোবিন্দ ব্যানার্জি লেনে একটি পরিত্যক্ত দোতলা বাড়ি জঞ্জালে ভর্তি হয়ে রয়েছে। সেই বাড়ির নীচের অংশ ইঁদুর খুঁড়ে এমন পরিস্থিতি করেছে, যে কোনও দিন পরিত্যক্ত বাড়িটি ভেঙে একটা বড়সড় বিপদ হতে পারে। ওই ব্যক্তির আর্জি, ‘ইঁদুর বাড়ি ফেলে দেবে, বাঁচান’। অভিযোগ শোনা মাত্র, মেয়র জঞ্জাল অপসারণ বিভাগকে ওই বাড়ি দ্রুত পরিষ্কার করে, কাঁচের গুড়ো দিয়ে ইঁদুরের মোকাবিলায় ব্যবস্থা করার নির্দেশ দেন।

    তার আগেই টক টু মেয়র অনুষ্ঠানে ৬১ নম্বর ওয়ার্ডের এলিয়ট রোড লাগোয়া এলাকার বাসিন্দা শীলা দে জানান, তাঁর দোতালা বাড়ির নীচে বারো মাস জল জমে থাকে। জল নিকাশির দু’টি পাইপের মধ্যে একটি ভেঙে যাওয়ার পর থেকে বছরখানেক ধরে তিনি এই সমস্যায় ভুগছেন। জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ছে মশা ও মাছির উপদ্রবও। অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগকে, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র।

    এর পরেই মেয়র জানান, এই পরিস্থিতির নেপথ্যে ইঁদুরেরও কারসাজি রয়েছে। তাঁর ৮২ নম্বর ওয়ার্ডের, ক্রিস্টিন পাড়াতেও একই সমস্যা হয়েছিল। এরপরেই মেয়রের কানে পৌঁছয়, রডন স্ট্রিট এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় ধস নেমেছে। তার নেপথ্যেও রয়েছে ইঁদুরের কারসাজি।

    স্থানীয়রা ওইরাস্তার গর্তটি একটি বড় প্লাই দিয়ে ঢাকা দিয়ে দেন। তাঁদের অভিযোগ, দিন তিনেক ধরে এখানে গর্ত রয়েছে। মেয়র সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এর পিছনেও ইঁদুরের হাত রয়েছে। ওরাই পিচের নীচের মাটি আলগা করে দিচ্ছে।’ সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারদের তিনি, কাঁচের গুড়ো মিশিয়ে ধসের গর্ত ভরাটের ব্যবস্থা করার পরামর্শ দেন।

    আপাতত মূষিক দমনে, কাঁচের গুড়োর উপরই নির্ভর করে রয়েছে কলকাতা পুরসভা। মেয়রের কথায়, ‘বিশ্বের সব শহরেই ইঁদুরের সমস্যা রয়েছে। নিউ ইয়র্কে পাতাল রেলের স্টেশনে দিনের আলোতেও ইঁদুর ছোটাছুটি করে।’

  • Link to this news (এই সময়)