• CBI-এর কাছে কলকাতা পুলিশের দুই কর্তার বিরুদ্ধে অভিযোগ সঞ্জয়ের
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • এই সময়: আদালতে যাওয়া–আসার পথেই শুধু নয়, সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানেও কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার নাম জানিয়েছিল আরজি করের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তদন্তকারীদের সে জানিয়েছিল, দোষ স্বীকার করলে সব কিছু ম্যানেজ হয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে। এবং এই আশ্বাস দিয়েছিলেন দুই আইপিএস কর্তা।

    শুধু তাই নয়, সঞ্জয়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করা পরে লালবাজারে অত্যাচারও চালানো হয় বলে দাবি আরজি করের মূল অভিযুক্তের। এই মামলার রায় ঘোষণার সময়ে বিচারক তাঁর অর্ডার কপিতে এ প্রসঙ্গ উল্লেখ করেছেন। পাশাপাশি আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের তদন্ত নিয়েও বিচারক প্রশ্ন তুলেছেন।

    এর আগে একাধিকবার শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে চাপিয়ে জেলে নিয়ে যাওয়ার সময়ে দু’জন আইপিএস অফিসারের নাম না করে ক্ষোভ উগরে দিয়েছিল সঞ্জয়। সোমবার সঞ্জয়কে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন শিয়ালদহ আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। সঞ্জয়কে জেরা করার সময়ে একশোটিরও বেশি প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা।

    একটি প্রশ্নের জবাবে সঞ্জয় অভিযোগ করে, লালবাজারে উইম্যান্স গ্রিভান্স সেল থেকে লকআপে রাখা হয় তাকে। সেখানে রাতভর অত্যাচার করে পুলিশ। চুলের মুঠি ধরে মারধরের পাশাপাশি নগ্ন করে অত্যাচার করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় এক আইপিএসের কাছে। সঞ্জয়ের দাবি, ‘বলা হয় দোষ স্বীকার করলে বাকি সব কিছু ম্যানেজ হয়ে যাবে। তবে দোষ স্বীকার না করায় ফের মারা হয়।’

    বিচারক অর্ডারের কপিতে উল্লেখ করেছেন, টালা থানার অফিসাররা সদর্থক ভূমিকা নিলে আরজি করের তদন্ত এমন হতো না। ৯ অগস্ট সকাল দশটায় টালা থানায় দায়িত্বে ছিলেন সাব ইনস্পেক্টর সৌরভকুমার ঝা। আরজি কর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। অথচ কোনও জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি। এমনকী, জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। আর ওই খালি জায়গা পূরণ করা হয় রাত ১১টায়। তবে সকাল দশটা দশের সময় দিয়ে।

    বিচারক উল্লেখ করেছেন, এটা খুব পরিষ্কার যে, ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। আমার মনে হয়, কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়।

  • Link to this news (এই সময়)