এই সময়: রাজ্য সরকার আর গাড়ির রং নির্ধারণ করবে না। এতদিন যাত্রিবাহী বাণিজ্যিক গাড়ি বলতে কলকাতার পথে হলুদ অ্যাম্বাসাডার টাক্সি এবং সাদা রঙের ট্যাক্সি ও অ্যাপ ক্যাবই বোঝাত। ট্যাক্সি বলতে হলুদ অ্যাম্বাসাডার থাকলেও ২০১৩–য় রাজ্য পরিবহণ দপ্তর নতুন ট্যাক্সির ক্ষেত্রে সাদা রং নির্দিষ্ট করে দিয়েছিল।
বুধবার জারি নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক গাড়ির রং অর্থাৎ ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের রং কেউ ইচ্ছে করলে হলুদও করতে পারে।
এক সময়ে কলকাতার আইকন ছিল হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সি। অ্যাম্বাসাডার আর তৈরি হয় না। হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সিও অবলুপ্তির পথে। নতুন ট্যাক্সির রং আগের সরকারি বিধিতে হলুদ করার সুযোগ ছিল না। সেই বিধিই বদল করে রাজ্য জানাল, ট্যাক্সির রং আর নির্ধারণ করবে না সরকার।
ফলে নস্ট্যালজিয়া জড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি কলকাতার পথে ফিরিয়ে এনে ব্যবসা করতে বাধা রইল না বাণিজ্যিক সংস্থা বা কর্পোরেটের। সরকার জানিয়েছে, অ্যাপ ক্যাব–সহ বাণিজ্যিক সংস্থাগুলি নিজেদের পছন্দমতো একই রঙের গাড়ি নামতে পারবে। যাতে সহজেই চিহ্নিত করা যায় কোন সংস্থার গাড়ি কোনটা।
তবে ট্যাক্সি হিসেবে লাইসেন্স নিলে মিটারেই চালাতে হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব অবশ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় গরিব ট্যাক্সি ব্যবসায়ীরা আতঙ্কিত। ক্ষতিগ্রস্ত হবেন চালকরা।