মুর্শিদাবাদের নবগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত পুলিশকর্মীর
আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১২ নম্বর জাতীয় সড়কে যাননিয়ন্ত্রণে কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যু হল পথ দুর্ঘটনায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মীর নাম অভিজিৎ ঘোষ (৩৫)। তাঁর বাড়ি নবগ্রাম থানার নারায়ণপুর গ্রামে। অভিজিৎবাবু নবগ্রাম থানায় 'ভিলেজ পুলিশ' হিসেবে কর্তব্যরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গিয়েছে শনিবার সকালে অভিজিৎবাবু আরও কয়েকজনের সঙ্গে নবগ্রামের পলসন্ডা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে যাননিয়ন্ত্রণের কাজ করছিলেন। সেই সময় বহরমপুরের দিক থেকে সাগরদিঘিগামী একটি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎবাবুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম পলসন্ডা মোড় এলাকায় যে ট্রাফিক আইল্যান্ড এবং ডিভাইডার রয়েছে সেখানে শনিবার সকালে কর্তব্যরত ছিলেন অভিজিৎ। পুলিশের সন্দেহ সকালবেলায় ঘুমের কারণে চোখ লেগে যাওয়ায় লরিটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর গাড়ি তুলে দেন। দ্রুত গতিতে গাড়িটি চলার কারণে অভিজিৎবাবু সেখান থেকে সরে যাওয়ার সময় পর্যন্ত পাননি।
নবগ্রাম থানার এক আধিকারিক জানান, 'যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে পর্যন্ত ওই আইল্যান্ডের উপর বসে বহু ব্যক্তি সব্জি এবং মাছ বিক্রি করতেন। মাত্র ৩-৪ দিন আগে আমরাই উদ্যোগ নিয়ে সেখান থেকে তাঁদেরকে সরিয়ে দিই। তারপরই আজ এই দুর্ঘটনা।' নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গাড়িটি ফেলে চালক পালিয়ে যায়। ইতিমধ্যেই তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
নবগ্রাম থানার এক আধিকারিক জানিয়েছেন,' কর্মরত অবস্থায় মৃত অভিজিৎবাবুর পরিবারকে পুলিশ সব রকম ভাবে সাহায্য করবে।'