আজকাল ওয়েবডেস্ক: শীত আদৌ ফিরবে? প্রশ্ন সবার। তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৮.২ ডিগ্রি।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। তার মধ্যে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর রয়েছে ।
উত্তরবঙ্গেও মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের কিছু অংশে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকবে প্রায় সর্বত্রই। যার জেরে জলপাইগুড়ি এবং কোচবিহারে দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। দৃশ্যমানতা ৫০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার অবধি উত্তর ও দক্ষিণে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই জাঁকিয়ে শীত পড়ছে না। আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার পথ কিছুটা বিঘ্নহীন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।