বাগুইআটি-নিউটাউনে পরপর পথ দুর্ঘটনা, আইটিকর্মী সহ মৃত ৩
বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর পথ দুর্ঘটনা। তার জেরে নিউটাউন এবং বাগুইআটিতে প্রাণ হারাতে হল তিনজনকে। এর মধ্যে এক তরুণী আইটি কর্মী। বৃহস্পতিবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকায় বন্ধুর বাইকে চেপে বেরিয়েছিলেন ওই মহিলা। বাইকে তিনজন ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনার মুখে পড়ে। মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় তরুণীর। এর পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগুইআটির গৌরাঙ্গনগরে বাইকের ধাক্কায় এক ওষুধ ডেলিভারি এজেন্টের মৃত্যু হয়। এছাড়া বুধবার রাতে নিউটাউনের আকাঙ্খা মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারাতে হয় এক পথচারিকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে মৃত তরুণীর নাম ম্যাকনালি দাস (২৮)। তাঁর বাড়ি নদীয়া জেলায়। তিনি নিউটাউনের সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার রাতে ফ্ল্যাটে খাওয়া-দাওয়ার পর বন্ধুর বাইকে বেরিয়েছিলেন। ওই বাইকে তাঁদের আরও এক সহকর্মী ছিলেন। সাপুরজি মোড় থেকে সুখবৃষ্টি আবাসনের দিকে যাওয়ার সময় ব্রিজের ওপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তরুণী পিছনের আসনে বসেছিলেন। ছিটকে পড়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তিনজনই পড়ে যান। কারও মাথায় হেলমেট ছিল না। পুলিস তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
বাগুইআটির গৌরাঙ্গনগরে বাইকের ধাক্কায় মৃত ডেলিভারি এজেন্টের নাম লক্ষ্মীনারায়ণ পাত্র (৪৫)। কলকাতার কাশীপুরে তাঁর বাড়ি। রাস্তা পার হওয়ার সময় একটি বাইক এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। জখম অবস্থায় উদ্ধার করে পুলিস আহতকে আর জি কর হাসপাতালে পাঠায়। সেখানে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত বাইক চালক জখম হয়েছেন। এই দু’টি দুর্ঘটনার আগে বুধবার রাতে নিউটাউনে আকাঙ্খা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। তাঁর নাম পার্থ দে। তিনি ট্যাংরার বাসিন্দা ছিলেন। ওদিন রাতে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া লরি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।