• বসিরহাটে পুলিশের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ফেটে জখম ২ কিশোর
    প্রতিদিন | ২৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের ফায়ারিং ট্রেনিংয়ের পর পড়ে ছিল আগ্নেয়াস্ত্র। ফেলে যাওয়া কাঁদানে গ্যাসের সেল বা বোমা কুড়িয়ে নিয়ে খেলতে গিয়ে চরম বিপত্তি! সেই বস্তু ফেটে জখম দুই কিশোর। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়ায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া, স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক ফায়ারিং, বোমা নিষ্ক্রিয়-সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় জুনিয়র পুলিশ কর্মীদের। তবে ট্রেনিংয়ের পর বেশকিছু আগ্নেয়াস্ত্র সেখানেই পড়ে ছিল। পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরেই সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক ছাত্র। সে একটি বস্তু  নিয়ে তার বন্ধু বছর পনোরোর সাহেব গাজির কাছে নিয়ে যায়। জিনিসটি কী তা দেখার সময়  বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় দুজন।

    বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। গ্রামবাসীরা আহত অবস্থায় দুজনকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দশ বছরের ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

    ঘটনার পর একাধিক প্রশ্নে তুলে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। ট্রেনিং শেষের পর পুলিশ কী করে সেই ওই দাহ্যশীল আগ্নেয়াস্ত্র ওই মাঠে ফেলে গেল? পুলিশের ট্রেনিংয়ের ফেলে দেওয়া সেল এত সহজে ফাটল কী করে সেই প্রশ্নও উঠছে। পুলিশের গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শনিবার সকালেও একাধিক বস্তু পড়ে থাকতে দেখা গিয়েছে ওই মাঠে। তারপরই প্রায় শতাধিক পুলিশকর্মী সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করেন। আর কোনও বিস্ফোরক কিছু আছে কি না, তা ভালো করে খতিয়ে দেখেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)