• কৃষ্ণনগরে থেকে পাতা হতো ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদ? পুলিশের জালে ৩
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • নদিয়ার কৃষ্ণনগর থেকে পাতা হতো ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদ? পুলিশের জালে ৩। উদ্ধার ৭৪ লক্ষ টাকাও।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে চারু মার্কেট থানা এলাকায় এক প্রবীণ মহিলা ডিজিটাল গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। তাঁর থেকে ৬৬ লক্ষ হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই উঠে আসে কৃষ্ণনগরের ৩ বাসিন্দার নাম। ধৃতরা হল প্রতাপ রায় (২৭), উৎপল শিকদার (৩১), কুমারেশ হালদার (৩৫)।

    প্রথমে পুলিশ ডিজিটাল গ্রেপ্তারের ঘটনার সূত্র ধরে প্রতাপ রায়কে পাকড়াও করে। তার কাছ থেকে ক্রিপটোকারেন্সিতে ৮ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। প্রতাপকে জিজ্ঞাসাবাদ করে উৎপলের নাম পায় পুলিশ। এরপর উৎপলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৪ লক্ষ টাকা, ২টি ল্যাপটপ এবং ২টি মোবাইল উদ্ধার করেন তদন্তকারীরা। পরে শুক্রবার রাতে কুমারেশকেও গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ জানায়, ৩ জনেই কৃষ্ণনগরের বাসিন্দা। কিন্তু কুমারেশ থাকত চিনার পার্কে। গতকাল রাতে একটি বিয়ে বাড়িতে উপস্থিত থাকার জন্য কৃষ্ণনগরে গিয়েছিল সে। সেই সময়েই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ক্রিপটোকারেন্সি ব্যবহার এবং এই প্রতারণার মাস্টারমাইন্ড কুমারেশই।

    উল্লেখ্য, সাইবার প্রতারণার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। ডিজিটাল গ্রেপ্তার নিয়েও সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করছেন সাইবার বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ফোন করে কোনও ব্যক্তিকে বলা হয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট অর্থ না দিলে তাঁদের ছাড়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। এ ভাবে আদায় হয় মোটা টাকা।

  • Link to this news (এই সময়)