• ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, নোদাখালিতে শুটআউট
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • মালদার পর এ বার দক্ষিণ ২৪ পরগনা। ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নোদাখালি থানা এলাকার ডোঙারিয়া মনসাতলায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল।

    সূত্রের খবর, এ দিন সকালে বাড়ি থেকে মোটরবাইকে চেপে বেরিয়েছিলেন কৃষ্ণপদ। তিনি কাজে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজনই কৃষ্ণপদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে একবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কৃষ্ণপদ বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা সরে গিয়ে ব্যবসার কাজে মন দিয়েছিলেন। তিনি পিএইচই-র ঠিকাদারি করতেন। ব্যবসায়িক কোনও শত্রুতা থেকেই এই ঘটনা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ভাবে সাতসকালে প্রকাশ্যে গুলি চলার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

    উল্লেখ্য, কিছুদিন আগেই মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে দিনের বেলা তাঁর দোকানের সামনে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। একাধিক গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। সেই সময়ে জেলা পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    শুধু দুলাল সরকার নয়, কয়েকদিন আগে কালিয়াচক-১ নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। পরপর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)