• জ়াকিরের স্মৃতিতে আচ্ছন্ন উত্তরপাড়া সঙ্গীতচক্র
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • এই সময়, উত্তরপাড়া: কিংবদন্তি তবলা বাদক জ়াকির হুসেন চলে গিয়েছেন সকলকে হতচকিত করে! কিন্তু তাঁর তবলার বোল যে থেকে যাবে চিরকাল। উত্তরপাড়ার ঐতিহ্যশালী সঙ্গীতচক্রের অনুষ্ঠানে তাই না থেকেও থাকলেন কিংবদন্তি তবলিয়া। তাঁকে নানা ভাবে স্মরণ করলেন শিল্পীরা।

    ৬৯তম বছরে পা দিল উত্তরপাড়া সঙ্গীতচক্রের উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। শুক্রবার অনুষ্ঠান ছিল সারা রাত জুড়ে। সেখানেই ফিরিয়ে আনা হয় জ়াকিরের জীবনের নানা স্মৃতি। প্রসঙ্গত নব্বইয়ের দশকে জ়াকির নিজে এই সঙ্গীতচক্রে তিনবার তবলার একক অনুষ্ঠান করে গিয়েছিলেন। এমনকী, তাঁর বাবা কিংবদন্তি আল্লারাখাও এসেছিলেন এখানে।

    শুক্রবার জাকিরের স্মৃতিচারণা করেন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত গোবিন্দ বসু। এ বছরে সঙ্গীতচক্র সম্মান দেওয়া হল আর এক নামী তবলা বাদক সুরেশ তালোয়ালকরকে। অনুষ্ঠান জুড়ে ছড়িয়ে থাকলেন জ়াকির হুসেন। উত্তরপাড়ার অভিজাত জয়কৃষ্ণ লাইব্রেরির খোলা প্রাঙ্গণে প্রতিবার হয় এই অনুষ্ঠান। গঙ্গার ধারে রাজবাড়ির এই অসাধারণ পরিবেশে শ্রোতাদের দশকের পর দশক ধরে মুগ্ধ করে গিয়েছেন কিংবদন্তি শিল্পীরা। এ বার অবশ্য ব্যতিক্রম হল। অনুষ্ঠান হচ্ছে উত্তরপাড়া গণভবনের চার দেওয়ালের মধ্যে।

    সঙ্গীতচক্রের সহ-সম্পাদক রূপেন্দ্র মোহন সরকার বললেন, ‘কিছুটা আর্থিক সমস্যা তো আছেই। রাজবাড়ির মাঠে অনুষ্ঠান করতে খরচ প্রচুর। শিল্পীদের সাম্মানিকও এখন আকাশ ছোঁয়া। সেই তুলনায় স্পনসর আসছে না। তাই গণভবনে অনুষ্ঠান করতে হচ্ছে। তবে, সামনের বছর থেকে আবার যাতে লাইব্রেরি প্রাঙ্গনে এই উৎসবকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা এখন থেকেই শুরু করছি আমরা। সবমিলিয়ে সুরের সাগরে ভাসছে উত্তরপাড়া।

  • Link to this news (এই সময়)