• এবার ডায়মন্ড হারবারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, তদন্তে পুলিশ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ডায়মন্ড হারবারে দুষ্কৃতীতের হাতে আক্রান্ত তৃণমূল নেতা। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি চলার ঘটনা সামনে এসেছে। কোথাও আক্রান্ত হয়েছে পুলিশ। কোথাও গুলিতে জখম হয়েছেন তৃণমূল নেতা। গত ২ জানুয়ারি মালদার ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার গুলিতে খুন হন। এরপর মালদার কালিয়াচকে খুন হন তৃণমূলের এক কর্মী। এবার ডায়মন্ড হারবারে গুলি চলল। অভিযোগ, রাস্তার মাঝে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শনিবার বাইকে করে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করা হয়। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও অবধি কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
  • Link to this news (আজকাল)