• শ্বশুরবাড়ির লোককেই বাবা-মা সাজিয়ে ভারতে থাকছিলেন বাংলাদেশি যুবক, পুলিশ তৎপরতায় শেষ রক্ষা হল না...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়ির লোকেদেরকে নিজের আপন বাবা-মা বানিয়ে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার সীতানগর গ্রামে থাকছিলেন এক বাংলাদেশি নাগরিক। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল ওই বাংলাদেশি নাগরিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ত্রিশের ওই বাংলাদেশি নাগরিকের নাম মেহের আলি। তাঁর আসল বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা থানার আতরপাড়া গ্রামে। 

    রানিনগর থানার এক আধিকারিক জানান, সম্প্রতি আমরা গোপন সূত্রে খবর পাই সীতানগর গ্রামে বাংলাদেশের এক নাগরিক পরিচয় ভাঁড়িয়ে থাকছেন। তবে ওই বাংলাদেশিকে এলাকায় খুব কমই দেখা যেত। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন এই খবর পেয়ে গতকাল পুলিশ ওই গ্রামে অভিযান চালায় এবং মেহেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মেহের স্বীকার করেছেন তাঁর আসল বাড়ি বাংলাদেশে। ভুয়ো নথি ব্যবহার করে তিনি ভারতীয় আধার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে ফেলেছিলেন। 

    পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ওই ব্যক্তি আরও জানিয়েছেন, প্রায় সাত বছর আগে তিনি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং কয়েকদিন এ রাজ্যে কাটিয়ে কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যান। সূত্রের খবর, কেরলে রাজমিস্ত্রির কাজ করার সময়  মেহেরের সঙ্গে সমাজমাধ্যমে রানিনগর থানার সীতানগর গ্রামের বাসিন্দা জনৈকা সায়রা খাতুন নামে এক মহিলার পরিচয় হয়। বছর তিনেক আগে তাঁরা বিয়ে করে নেন। বর্তমানে মেহের এবং সায়রার দু'টি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সায়রার পরিবারের লোকেদেরকে মেহের নিজের বাবা-মা পরিচয় দিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছিলেন। তবে বছরের বেশিরভাগ সময় মেহের কেরলে কাজ করতেন। মাত্র কয়েক দিনের জন্য সে শ্বশুরবাড়িতে যাতায়াত করত। ফলে মেহেরকে এলাকায় খুব কম দেখা যেত। 

    পুলিশের ওই আধিকারিক জানান , ধৃত বাংলাদেশি নাগরিক মেহেরের বিরুদ্ধে বিদেশি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।  সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে শনিবার লালবাগ মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। এর পাশাপাশি মেহেরকে বেআইনিভাবে ভারতীয় নথি তৈরি করার জন্য যাঁরা সাহায্য করেছিল তাঁদের বিরুদ্ধেও মামলার রুজু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)