• মাথাভাঙার পারডুবিতে হাতির হানা, আতঙ্কে এলাকাবাসী
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের লোকালয়ে হানা দিল হাতি। শনিবার মাথাভাঙা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের এগারোমাইল, বারোমাইল, মানসাই নদীর চর, দক্ষিণ বরাইবাড়িতে চলে আসে হাতি। ওই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা ও ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। 

    জানা গেছে, স্থানীয় গোপেন সরকারের বাড়িতে হানা দিয়ে প্রায় ৪০ কেজি ধান খেয়ে নেয় হাতি। বরাতজোরে প্রাণে বাঁচেন পরিবারের সকলে। স্থানীয়দের দাবি, তিনটি হাতির একটি দল এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। এলাকায় এইভাবে হাতি প্রবেশের ঘটনায় আতঙ্কিত মানুষজনরা। 

    যদিও বনদপ্তরের মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস জানান, ‘‌পায়ের ছাপ দেখে মনে হচ্ছে একটি হাতি ঢুকেছে। হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। আরও হাতি আছে কিনা তার খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা।’‌ 

    প্রসঙ্গত, প্রায় দু’‌বছর আগেও মাথাভাঙা ২ নং ব্লকের পারডুবি, ঘোকসাডাঙ্গা, উনিশবিশা এলাকায় চলে এসেছিল পাঁচটি হাতির দল। সেই সময় হাতির হানায় চার জনের মৃত্যু হয়। ক্ষতি হয় বাড়িঘর, কৃষিজ ফসলের। হাতির আতঙ্ক এখনও রয়েছে এলাকায়। তারপরেই শনিবার ফের ঢুকে পড়ল হাতি। 
  • Link to this news (আজকাল)