মুর্শিদাবাদ থেকে উদ্ধার আমেরিকায় তৈরি বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২ পাচারকারী
আজকাল | ২৫ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে শনিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ এবং ফারাক্কা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আটটি ম্যাগাজিন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর সবকটিই ৭ এমএম সেমি অটোম্যাটিক পিস্তল বলে জানা গিয়েছে। তার মধ্যে তিনটি পিস্তলের গায়ে 'মেড ইন ইউএসএ' লেখা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ধৃত দুই ব্যক্তির নাম ইজারুল হক (৩২) এবং মোস্তাফা শেখ (৪৬)। দু'জনের বাড়ি যথাক্রমে ডোমকল থানার মুরারিপুর এবং বাগডাঙ্গা গ্রামে। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফারাক্কা পুলিশ তাঁদেরকে ফারাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির প্রতিটির সঙ্গে একটি করে ম্যাগাজিন লাগানো ছিল। এছাড়াও অতিরিক্ত একটি করে ম্যাগাজিন রয়েছে প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রের সঙ্গে। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েকটি মোবাইল ফোন, ট্রেনের টিকিট এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বিহারের কোনও একজন বড় অস্ত্র কারবারির কাছ থেকে তাঁরা বিদেশি আগ্নেয়াস্ত্রগুলি জোগাড় করেছিলেন। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তাঁরা বীরভূমের রামপুরহাট থেকে বিহারের জামালপুর ট্রেনে করে যায়। সেখানে কোনও এক অস্ত্র কারবারির কাছ থেকে অস্ত্রগুলি সংগ্রহ করেন। এরপর সেখান থেকে ফারাক্কা হয়ে দু'জনের ডোমকলে ফিরে যাওয়ার কথা ছিল। পুলিশের এক আধিকারিক দাবি করেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো যদি সত্যিই আমেরিকাতে তৈরি হয় এবং সেগুলি যদি আসল 'মডেল' হয় তাহলে প্রত্যেকটির দাম কয়েক লক্ষ টাকা। এগুলি ভারতের বাজারে সহজলভ্য নয়। ধৃত ব্যক্তিরা কীভাবে আমেরিকায় তৈরি আগ্নেয়াস্ত্র জোগাড় করে ফেলল তা এখন পুলিশকে ভাবাচ্ছে।