• সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল রাজ্য
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জানুয়ারি ২০২৫
  • সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল রাজ্য সরকার। আইনজীবী আস্থা শর্মার জায়গায় দেশের শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী কুণাল মিমানি। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে এই আইনজীবী বদলের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন কুণাল মিমানি। দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা রয়েছে কুণালের। গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

    পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতিক্রমেই শীর্ষ আদালতে অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন করা হল। এতদিন এই পদে ছিলেন আস্থা শর্মা। শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে লড়তেন তিনি। আরজি কর মামলাতে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন আস্থা। এবার এই দায়িত্বে দেখা যাবে আইনজীবী কুণাল মিমানিকে। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়ে লড়ারও অভিজ্ঞতা রয়েছে কুণালের।

    আস্থা শর্মাকে কেন রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড পদ থেকে সরানো হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এনিয়ে রাজ্য বা রাজ্যপালের তরফে কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস ইউনিটের হয়ে আদালতে লড়াই করেছেন কুণাল মিমানি। শুধু সুপ্রিম কোর্টই নয়, দেশের বিভিন্ন আদালতে মামলা লড়েন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)