বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই আগামী কাল রবিবার, দেশজুড়ে পালিত হবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মেতে উঠবে মহানগরও। তাই বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া প্রহরায় মোড়া থাকছে রেড রোড চত্বর সহ সারা শহর।
পুলিশ সূত্রে খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ২ জন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক। নিরাপত্তার কাজে তাঁদের সহযোগিতা করবেন ৪ জন যুগ্ম নগরপাল, ২২ জন উপ নগরপাল এবং ৪৬ জন এসি পদের আধিকারিকেরা। একই সঙ্গে থাকবেন ১১৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। নিরাপত্তা জোরদার করতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকা জুড়ে ২৩০০ অতিরিক্ত বাহিনীকে নিয়ে নজরদারি চালাবেন তাঁরা।
সূত্রের খবর, থাকছে ১১টি নজর মিনার, বালির তৈরি বাঙ্কারও। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে শহরজুড়ে থাকছে কুইক রেসপন্স টিম, এইচআরএফসি, আরএফএস এবং পিসিআর ভ্যান। নিরাপত্তা জোরদার করা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের, ন্যাশনাল লাইব্রেরির মতো দর্শনীয় স্থানেও।
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পুলিশের হাতে প্রায়শই পাকড়াও হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী। এই পরিস্থিতিকে মাথায় রেখে থাকছে কড়া প্রহরার ব্যবস্থা।