আগ্নেয়াস্ত্র নিয়ে কুলটির নিষিদ্ধপল্লিতে ঝাড়খণ্ডের ৭ ‘নবাব পুত্তুর’, গ্রেপ্তার করল পুলিশ
প্রতিদিন | ২৫ জানুয়ারি ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: কুলটির নিষিদ্ধপল্লি থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ৭। শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁদের। ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দুটি দামি গাড়িও আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে নিষিদ্ধপল্লিতে এসেছেন। খবর পেয়ে অভিযান চালান আধিকারিকরা। নিষিদ্ধপল্লির লছিপুরের দিশা সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি, দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের ধানবাদ ও রাঁচির বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের শনিবার আসানসোল আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।