• বইমেলা স্পেশ্যাল মেট্রো ঘোষণা, পরিষেবা রবিবারও, জেনে নিন সময়সূচি
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীদের কথা মাথায় রেখে এই ১৩ দিনের জন্য বাড়ানো হলো মেট্রোর সংখ্যা। শনিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। গ্রিন লাইন-১ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনে চলবে বিশেষ মেট্রো। এমনকী ২৮ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে দু’টি রবিবার পড়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুই রবিবারও মেট্রো চালানো হবে।

    সল্টলেক বইমেলা প্রাঙ্গণে যাতায়াতের জন্য এই মুহূর্তে সব থেকে সুবিধার পথ মেট্রোরেল। শিয়ালদহ থেকে উঠে করুণাময়ী স্টেশনে নামলেই বইমেলা প্রাঙ্গণ। সে কথা মাথায় রেখেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

    সোমবার থেকে শনিবার ১০৬টির বদলে মোট ১২২টি মেট্রো চলবে। শিয়ালদহ-সেক্টর ফাইভে সকাল ৬টা ৫৫-তে প্রথম মেট্রো চলবে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো চলবে সকাল ৭টা ৫-এ। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫-এ। ৯টা ৪০-এ ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী মেট্রো। দুপুর ২টো ৫ থেকে ৯টা ১৫ অবধি ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।

    ২ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি দুই রবিবার ৭৪টি মেট্রো চলবে। ২টো ১৫ থেকে ৯টা ৪০ অবধি মেট্রো চলবে। ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। প্রথম মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে ২টো ১৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো চলবে ২টো ২৫-এ। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫-এ। ৯টা ৪০-এ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে।

  • Link to this news (এই সময়)