• ‘এত্তা জঞ্জাল’ নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী, ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বড় উদ্যোগ চন্দ্রকোনায়
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৫
  • আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড নেই। যত্রতত্র ময়লা-আবর্জনা বাড়াছে দূষণ। দুর্গন্ধে টেকা দায় এলাকাবাসীর। শতবর্ষ প্রাচীন পুরসভায় নির্দিষ্ট ‘ডাম্পিং গ্রাউন্ড’ না থাকায় নানা অসুবিধায় পড়তে হতো মেদিনীপুর চন্দ্রকোনা পুরসভা এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিনের সমস্যা সমাধানে এ বার উদ্যোগী পুরসভা।

    অবশেষে প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ‘ডাম্পিং গ্রাউন্ড’ নির্মাণ হতে চলছে চন্দ্রকোনায়। অর্থ বরাদ্দ করেছে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি। নির্মাণ কাজও শুরু হয়ে গিয়েছেষ। শুধু যে পুরসভার আবর্জনা ওই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে তা নয়, বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টও গড়ে উঠছে ওই জায়গায়। সুবিশাল শেড, কন্ট্রোল রুম, অফিস রুম-সহ আনুষাঙ্গিক আরও পরিকাঠামোগত কাজ হচ্ছে। ওই ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের পরিকাঠামো উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে ঝাঁ-চকচকে পাকা রাস্তা।

    চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র বলেন, ‘আগে আমাদের পুরসভায় কোনও ডাম্পিং গ্রাউন্ড ছিল না। যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকত। দীর্ঘদিন ধরেই পুর এলাকার বাসিন্দারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। সুডা (SUDA) এই কাজটির অনুমতি দিয়ে অর্থ বরাদ্দ করেছে। কাজটি অনেকটাই এগিয়ে গিয়েছে। আশা করছি, মার্চ মাস থেকে এই ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করা যাবে।’

    প্রসঙ্গত, ১৮৬৯ সালের ১লা এপ্রিল পুরসভা হয় চন্দ্রকোনায়। রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভা হিসেবে খ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভা। বিভিন্ন নাগরিক পরিষেবা থাকলেও ডাম্পিং গ্রাউন্ড না থাকায় পরিচ্ছন্নতার দিক থেকে পিছিয়ে ছিল এই এলাকা। সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারাও।

  • Link to this news (এই সময়)