ফের ‘পাগমার্ক’ দেখা গেল বাঁকুড়ায়। শনিবার সকালে সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের একটি জঙ্গলে বাঘের পায়ের ছাপের সন্ধান মেলে। গ্রামবাসীদের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিতভাবে বাঘেরই।
রানিবাঁধের বাগডিহিতে ‘পাগমার্ক’ পাওয়ার কয়েক ঘণ্টা পরেই সারেঙ্গায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ দিন সকালে জঙ্গলে আসা মানুষজনই প্রথম এই পায়ের ছাপ দেখতে পান। তবে ওই পায়ের ছাপ বাঘের কি না তা এখনও নিশ্চিত করেনি বন দপ্তর।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই বাঘিনি জ়িনাতকে নিয়ে নাজেহাল হতে হয়েছিল বন দপ্তরকে। জ়িনাতের পর যে বাঘটি এ রাজ্যে ঢুকেছিল, সেই বাঘ গত সোমবার ভোরে রাইকার ঘাঁটিহুলির জঙ্গল থেকে ঝাড়খণ্ডের গালুডির দিকে রওনা দিয়েছিল। তার পরেও গত শুক্রবার রানিবাঁধের বাগডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপের সন্ধান মেলে। বাঘের গতিবিধি জানতে বন দপ্তরের তরফে বেশ কয়েকটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বলে খবর।
বিষয়টি নিয়ে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজু লোহার জানিয়েছেন, এলাকাটি আদিবাসী অধ্যুষিত। সেখানেই অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে। এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বন দপ্তরের আধিকারিক সিঙ্গারাম কুলান্দাইভেল জানান, বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। ইতিমধ্যেই এলাকায় পর্যাপ্ত বন ও পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বাঘের সুরক্ষা নিশ্চিত করা বন দপ্তরের কর্তব্য। পাশাপাশি গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ারও আবেদন করা হয়েছে।