'নজরদারির অভাব', পঞ্চায়েতের কাজ নিয়ে মুখ খুললেন রাজ্য পঞ্চায়েত সচিব ...
আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: নজরদারির অভাব। টাকা খরচ হচ্ছে। অথচ মিশন নির্মল বাংলার কাজে অগ্রগতি বেশ কিছু জায়গায় অনেকটাই কম। তাই অনেক পঞ্চায়েত নির্মল হয়েও হয়নি। শনিবার বেলায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত রিভিউ মিটিং-এ পঞ্চায়েতের কাজ নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের ক্লাস নিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন। মতামত পেশ করলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের সামনে, কাজের ছোট ছোট খামতি তুলে ধরলেন পঞ্চায়েত দপ্তরের সচিব। বললেন, কী করতে হবে। শুধু কাগজে কলমে কাজ না করে, বাস্তবে করতে হবে। মানুষ যাতে বলেন, হ্যাঁ কাজ হয়েছে। টাকা নেই, প্রশাসন সাহায্য করে না। এসব বললে আর হবে না। নিজেদের কাজ করতে হবে।
এদিন পঞ্চায়েত সচিব জানিয়েছেন, কাজ হয়েছে। পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। আশা করা যায়, এবারে টার্গেটে পৌঁছনো যাবে। কাজের নিরিখে তিনি দশে দশ দিয়েছেন হুগলিকে। পঞ্চায়েত দপ্তরে প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেছেন, হুগলি ওডিএফ জেলা আগেই হয়েছে। তারপর ওডিএফ প্লাস হয়েছে। এবার এই জেলা মডেল ওডিএফ-এর দিকে এগিয়ে যাচ্ছে। নব্বই শতাংশ কাজ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে। বেশ কিছু জায়গার সমস্যা আছে। সেটা দূর করেই কাজ হবে।
এদিন চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে মন্ত্রী সচিব ছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।