• রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, কড়া নজরদারি হাওড়া স্টেশনে
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তার আগে হাওড়া স্টেশনে কড়া নজরদারিতে রেল পুলিশ। হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেনের ভিতর তল্লাশি চলানো হচ্ছে। একই সঙ্গে স্টেশন চত্ত্বরে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি অভিযান চলছে। 

    রেল পুলিশের সূত্রে জানা যাচ্ছে, দেশের ব্যস্ততম এবং প্রাচীন রেল স্টেশনের মধ্যে অন্যতম হাওড়া। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। নিরাপত্তার বিষয়টি সবার আগে। তাই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর ভারতীয় রেল।

    রবিবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে জোর তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ট্রেনের যাত্রীদের ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চলছে। এমনকি স্টেশনে আসা যাত্রীদের লাগেজ তল্লাশি করে দেখা হচ্ছে। মূলত নাশকতা এড়াতেই জোর নজরদারি রেল পুলিশের। 
  • Link to this news (আজকাল)