মিল্টন সেন,হুগলি: সাড়ম্বরে পালন করা হল জাতীয় ভোটার দিবস। শনিবার সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। বেলুন উড়িয়ে ট্যাবলো উদ্বোধন করে জেলায় জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, অতিরিক্ত জেলাশাসক, এবং জেলার চার মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা।
অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার কার্ড। জাতীয় ভোটার দিবস উপলক্ষে ইতিপূর্বে আয়োজিত স্লোগান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিগত নির্বাচনে ভাল কাজের জন্য ভোট কর্মীদেরও পুরস্কৃত করা হয়।