নরেন্দ্রপুরের স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, শোরগোল গোটা এলাকায় ...
আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে আত্মঘাতী শিক্ষক৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রিনপার্ক এলাকায় ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে৷
জানা গেছে, গ্রিনপার্ক থানা এলাকার এক ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষক ছিলেন রাজেশ রজক (২৮)৷ নরেন্দ্রপুর থানা এলাকারই রামচন্দ্রপুরে তাঁর বাড়ি ছিল৷ ওই স্কুলে হিন্দির শিক্ষক ছিলেন তিনি৷ স্কুলের চাবি তাঁর কাছেই ছিল৷ আজ সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন৷
খুঁজতে খুঁজতে স্কুলে গেলে, ক্লাসরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখা যায় ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে বাড়িতে অশান্তির ঘটনা ঘটেছিল৷ তারপর সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যান শিক্ষক৷ দুপুরে স্কুলের মধ্যে তাঁর দেহ উদ্ধার হয়৷
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানান৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷