• মমতা শঙ্কর থেকে অরিজিৎ সিং, বাংলার ন'জনের ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান, রইল তালিকা ...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরে ১৩৯ জন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। যাঁদের মধ্যে ১১৩ জন পদ্মশ্রী, ১৯ জন পদ্মভূষণ এবং সাতজন পদ্মবিভূষণ পাচ্ছেন। বাংলা থেকে মোট ন'জন এবার পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হলেন। 

    বাংলা থেকে পদ্মশ্রী সম্মাননা যাঁরা পেলেন- মমতা শঙ্কর- শিল্পী অরিজিৎ সিং- শিল্পীতেজেন্দ্রনারায়ণ মজুমদার- শিল্পীগোকুলচন্দ্র দাস- শিল্পীপবন গোয়েঙ্কা- বাণিজ্যসজ্জন ভজঙ্ক- ব্যবসা বাণিজ্যবিনায়ক লোহানি- সামাজিক কর্মকাণ্ড নগেন্দ্রনাথ রায়- সাহিত্য শিক্ষাস্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)- আধ্যাত্মিকতা 

    পাশাপাশি চলতি বছরে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন হরিয়ানার হরবিন্দর সিং, পুদুচেরির পি দত্তাচানামূর্তি, কর্ণাটকের ভেঙ্কাপ্পা আম্বাজি সুগেটেকার, উত্তরাখণ্ডের কলিন গ্যান্টজার, হিউজ গ্যান্টজার, রাধা বাহিন ভট্ট, দিল্লির নীরজা ভাটলা, মহারাষ্ট্রের মারুতি ভুজঙ্গরাো চিত্তমপল্লি, রাজস্থানের বাটুল বেগম, বিহারের নির্মলা দেবী, ভীম সিং ভাবেশ, গুজরাটের সুরেশ সোনি, ব্রাজিল জোনাস ম্যাসেট প্রমুখ।
  • Link to this news (আজকাল)