• সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন: ফিরহাদ
    ২৪ ঘন্টা | ২৬ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুকান্ত মজুমদারকে বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের। "সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন।" প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রসঙ্গে সুকান্ত দিবসের বক্তব্য নিয়ে খোঁচা ফিরহাদের।

    ফিরহাদ হাকিম বলেন, সুকান্ত মজুমদার নিজেও হয়তো মদ খান তাই মদটা ওনার বেশি প্রিয়। আমরা লক্ষ্মীর পুজো করি। মা-বোনরা আমাদের লক্ষ্মী। ওনারা যে কালচারে বিশ্বাস করেন সেখানে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। আমাদের বাংলায়, বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্রের বাংলায় সেই স্বাধীনতা আছে।  

    আরও বলেন, উনি বিজেপিতে নিজের পায়ের তলায় মাটি পাচ্ছেন না। তাই এসব বলছেন। এটাকে বলে খেচো পাবলিসিটি। 

  • Link to this news (২৪ ঘন্টা)