• বিদেশি নাগরিকরা ‘টার্গেট’, পুলিশের জালে বড় প্রতারণা চক্র, গ্রেপ্তার ১৫
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • টার্গেট বিদেশি নাগরিকরা। ফোন করে কম্পিউটার অপারেটিং সিস্টেম-সহ নানা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে চলত প্রতারণা। গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউন থেকে তিন মহিলা-সহ গ্রেপ্তার ১৫ জন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।  

    রাজ্য পুলিশের একটি বিশেষ টিম নিউ টাউনের একটি অফিসে হানা দেয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬২টি ল্যাপটপ ও ৪১টি মোবাইল-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মেশিন। ডিআইজি (সাইবার ক্রাইম উইং) অমিত রাঠোর জানান, রীতিমতো স্ক্রিপ্ট মিলিয়ে বিদেশি নাগরিকদের ফোন করে চালানো হচ্ছিল এই চক্র। 

    অভিযুক্তদের কাছে বিদেশি নাগরিকদের একটি ‘ডেটাবেস’ও মজুত ছিল বলে জানা গিয়েছে। যেখানে ফোন নাম্বার থেকে বয়স নানা রকমের তথ্য তাঁরা সংগ্রহ করতেন। কী ভাবে এই তথ্য সংগ্রহ করা হতো, সেটাও তদন্ত করে দেখেছেন তদন্তকারীরা। গত প্রায় দেড় বছর ধরে এই কারবার চালানো হচ্ছিল। ধৃতদের মধ্যে ওই সংস্থায় কর্মরত বহু কর্মী রয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কে, সে ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে। 

    প্রসঙ্গত, কল সেন্টার চালানোর নাম করে প্রতারণা চক্র চালানোর ঘটনা শহরে নতুন নয়। কয়েকমাস আগেই নিউটাউনের আকাঙ্খা মোড়ে দুটি শনিবার অফিসে হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানো হতো। ধৃতদের গ্রেপ্তার করে ইকো পার্ক থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)